চিত্র নায়িকা শবনম ইয়াসমিন বুবলী কে বৃহস্পতি বার রাতে গাড়ি চাপা দিয়ে হ;ত্যা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্তত তৃতীয় বারের মতো গাড়ি দিয়ে সরা-সরি তার গাড়িকে হ’ত্যার উদ্দেশ্যে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বুবলী বলেন যে, বৃহস্পতিবার রাতে আমি বাড়ি ফিরছিলাম।
বলতে গেলে সতর্ক ভাবেই বাড়ি ফিরছিলাম, যেই আমি বাড়ির রাস্তায় ঢুকেছি অমনি মনে হলো ওদিক থেকে একটা থেমে থাকা গাড়ি আমার গাড়িকে আঘাত করার জন্য তীব্র বেগে ছুটে আসছে। অবস্থা বুঝে আমার চালক কঠিন ভাবে ব্রেক ধরে ফেলেন। জাস্ট আমি ভাবতে পারছিলাম না কী হতে যাচ্ছে। এর আগেও গাড়ি দিয়ে দুই দুইবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। দুই দিন আগে এক বার আর করো’নার মহা মা’রীর কিছু দিন আগে এক বার। কাল রাতের ঘটনায় আমি নিশ্চিত হলাম, যদিও আমি এর আগে থেকেই এ বিষয়ে টের পাচ্ছিলাম।
বুবলি যোগ করেছেন, ‘আমাকে বারবার চেষ্টা করা হয়েছিল যাতে এটি ঘটে যায়। আমার সাথে কেন এমন হচ্ছে তা আমি বুঝতে পারি না তবে আমি বুঝতে পারি যে কেউ আমাকে হত্যার চেষ্টা করছে। এই চেষ্টাটি কেবল গাড়িতে নয়, বিভিন্নভাবে করা হচ্ছে। আপনার যখন কিছু হতে চলেছে তখন আপনি অনুভব করতে পারেন। আমি আগে বাড়িতে এটি সম্পর্কে চিন্তা করব ভাবিনি। তবে গত রাতে আমাকে বলতে বাধ্য হয়েছিল – কারণ আমি স্বাভাবিক থাকতে পারিনি।
“আমি যদি আজ এটি না বলি তবে দেখা যাচ্ছে যে আমি একটি গাড়ী দুর্ঘটনায় মারা গিয়েছি, ” তিনি বলেছিলেন। এর পিছনে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র এবং উদ্দেশ্য ছিল বা ছিল তা খুব কম কেউই জানত না। সে কারণেই আমি সকলকে অবহিত করা জরুরি বলে মনে করি। এজন্য আমি ফেসবুকে লিখেছি। আমার কী হয়েছে তা আমি বর্ণনা করতে সক্ষম হতে পারি না। তবে ফেসবুকে আমি যা লিখেছি তার চেয়ে কয়েকগুণ বেশি ভয়ঙ্কর ঘটনা আমার কাছে ঘটেছে। বুবলি বলেছেন, তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে মনে রাখবেন যে কেউই শরীয়তের নয় এবং হলেন সমস্ত কিছু দেখেন। আমি শীঘ্রই ব্যবস্থা নেব। আমার জন্য প্রার্থনা করো.





0 Comments
Thanks your Response.