বিজেপি নেত্রীর গাড়িতে লাখ টাকার কোকেন

বিজেপি নেত্রীর গাড়িতে লাখ টাকার কোকেন

 


ভারতের পশ্চিমবঙ্গে ১০০ গ্রাম কোকেনসহ ধরা পড়েছেন ভারতীয় জনতা পার্টি, বিজেপির নেত্রী পামেলা গোস্বামী। তবে আটক হওয়ার পর নিজ দলের কর্মীর বিরুদ্ধেই তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন পামেলা। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় একটি মার্কেটে প্রবেশের সময় পুলিশ পামেলার গাড়ির গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় পামেলার পার্স ব্যাগ আর গাড়ির সিটের নিচ থেকে কয়েক লাখ রুপি সমমূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পামেলা গোস্বামী ও তাঁর সাথে থাকা আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজেপির যুব দল, ইয়ুভা মোর্চার এই নেত্রির দাবি, বিজেপির জাতীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়ের সহযোগী রাকেশ সিং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছেন। তবে পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে জড়িত বিজেপি এই যুব নেত্রী। কলকাতা থেকে ভারতের বিভিন্ন শহরে মাদক পাচার করতেন তিনি।
 
বিধানসভা নির্বাচনের আগে নেত্রীর এমন কাণ্ডে বিপাকে পড়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান কৈলাশ বিজয়বর্গীয়।


Post a Comment

0 Comments