মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার এলাকায় আজ শনিবার দুপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে সিলেটে যাচ্ছিল। আজ বেলা একটা ৫০ মিনিটে ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে ভাটেরা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে বেলা দুইটা ৪০ মিনিটে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বেলা সোয়া তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হবে। তবে এই কাজে ঠিক কত সময় লাগবে, সে ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি।
![]() |
| https://successlifeit.xyz/ |





0 Comments
Thanks your Response.