খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকায় অবৈধ চিংড়ি পরিবহনের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) ই-মেইল বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, খুলনা জেলার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের উৎস হোমিও ফার্মেসীর সামনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে চিংড়ি পরিবহন করায় দু’জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল ফুলতলার জামিরা বাজারের মীর মোহাম্মদ মোল্যার ছেলে মোঃ জিয়াউর রহমান (৪২) কে ২৫ হাজার টাকা এবং একই এলাকার মৃত বাবর আলী সরদারের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৫) কে ১০ হাজার টাকা। মৎস্য এবং মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ সংশোধিত ২০০৮, এর ধারামতে এ জরিমানা আরোপ করা হয়।




0 Comments
Thanks your Response.