রাজশাহীতে সাহায্য চেয়ে বাড়িতে ঢুকে অস্ত্রসহ হামলা চালিয়ে সিমরান খাতুন (২০) নামে এক ছাত্রীকে গুরুত্বর আহত করেছেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থানের সামনে ঘটনাটি ঘটে । হামলাকারী মোসাঃ ঝরনা (২২) রাজশাহীর জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
শনিবার নগরীর টিকাপাড়ায় সিমরানের বাড়ির ভিতরে চাপাতি ও বঁটি নিয়ে প্রবেশ করে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে সিমরান কে চাপাতি দিয়ে বুকে আঘাত করলে গুরুতর আহত হয়।
বাড়ির লোকজন ঝরনাকে আটকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝরনাকে আটক করেন এবং সিমরানকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন এবং রামেক হাসপাতালের ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে ঝরনা এর মা জরিনা উক্ত বাড়িতে কাজের মেয়ে হিসাবে কাজ করেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




0 Comments
Thanks your Response.