নবরাত্রিতে দেবী হিংলাজের মূর্তি ভাঙা হল পাকিস্তানে
করাচি: অন্য ধর্মকে অপমানের ঘটনা পাকিস্তানে নতুন নয়। নবরাত্রিতে ফের সেরকমই ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান।
পাকিস্তানের কিছু জায়গায় হিন্দু রীতি মেনে দেবীর আরাধনায় হয় এই সময়। আমাদের দেবী দুর্গাই পাকিস্তানে হিংলাজ। আর সেই হিংলাজের মূর্তিই ভাঙা হল এবার।
নবরাত্রি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন আদ্যাশক্তির আরাধনায় মেতে উঠেছে, তখনই বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের একদল মৌলবাদী। হিন্দুদের বিশ্বাসে আঘাত হানতে দেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবি।
অষ্টমীর দিনও সিন্ধু প্রদেশের একটি মন্দিরে ঢুকে সেখানে দেবী হিংলাজের মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অষ্টমী তিথি উপলক্ষে সিন্ধুপ্রদেশের থারপারকার জেলার নাগরপারকার এলাকার মোয়া গ্রামে অবস্থিত হিংলাজ দেবীর মন্দিরে জড় হয়েছিলেন স্থানীয় মানুষজন। পুজোর পর আচমকা সেখানে একদল দুষ্কৃতী হাজির হয়ে মন্দিরে ভাঙচুর চালাতে থাকে। দেবী হিংলাজ ও তার বাহনের মাথা অস্ত্র দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয়। এই ঘটনার পরেই পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত টুইট করেন, নাগরপারকারের একটি হিন্দু মন্দিরে নবরাত্রির প্রার্থনার পরেই হামলা চালানো হয়। মন্দির ও দেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। সেই ছবিও পোস্ট করেছেন তিনি।
বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হতে সিন্ধু পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, এই ঘটনায় জড়িতদের বিষয়ে কিছু খবর পাওয়া গিয়েছে। খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেফতার করা হবে। সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী পুঞ্জো ভিলও এই ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসন সবরকমের ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।




0 Comments
Thanks your Response.